গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুর রহমান ডিগ্রী কলেজে একাদশ শ্রণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি,সমাজসেবক,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শফিকুল কাদির।
সোমবার সকাল ১০টায় আব্দুর রহমান ডিগ্রি কলেজের ভর্তিকৃত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ওরিয়েন্টেশন ক্লাস আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহি সদস্য আমিনুল ইসলাম।
প্রধান অতিথি আক্তারুজ্জামান বাচ্চু একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড। কলেজ জীবনের প্রথম ক্লাসে তোমাদেরকে এই বিষয়টি উপলব্ধির জন্য আজকের এই আয়োজন। তোমরা কলেজ,বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করে জাতির ভবিষ্যত গড়ে তুলবে এবং এই দেশকে সমৃদ্ধ করবে। আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমাদের শিক্ষা জীবনের নতুন এই পথ চলায় আন্তরিক অভিনন্দন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সারোয়ার জাহান আলম, মুস্তাফিজুর রহমান, মোঃ সোহেল মিয়া প্রমুখ।