অনলাইন জুয়া মামলায় ইডির নজরে উর্বশী-মিমি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন বেটিং অ্যাপের প্রচার ও আর্থিক লেনদেন নিয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ইডি ইতোমধ্যে মিমিকে ১৫ সেপ্টেম্বর এবং উর্বশীকে ১৬ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে।

এই তদন্তে বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইডি জানিয়েছে, ইতিমধ্যে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান।

তদন্তকারীরা বলছেন, বেআইনি এই অ্যাপটির প্রচার এবং অর্থ লেনদেনের সঙ্গে সেলিব্রিটিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য উর্বশী ও মিমিকে ডাকা হয়েছে।

এর আগে অভিনেতা অঙ্কুশ হাজরাসহ আরও কয়েকজন তারকার নামও এই চক্রে জড়িত থাকার অভিযোগে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, তারা অ্যাপটির প্রচারে অংশ নিয়েছিলেন।

তদন্ত এখনো চলমান রয়েছে।


আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD