জে আর ডি ভিশন এর ৪১ তম প্রযোজিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘পরিবর্তন’-এর প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে।
সাবেক অতিরিক্ত অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন এর সভাপতিত্বে ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “পরিবর্তন”-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রেজা করীম মুরাদ সি আই পি,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনসুর আলম চন্দন, এমডি প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, নির্বাহী সম্পাদক দৈনিক উন্নয়ন সংবাদ, পরিচালক আমীরা হাউজিং লিমিটেড, ময়মনসিংহ। আরও গণমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচক বৃন্দ বলেন, সমাজকে বদলাতে হলে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমেই বদলানো সম্ভব। তবে আগে নিজে চিন্তাচেতাকে বদলাতে হবে, কারণ যে মানুষ নিজের ভেতর আলো জ্বালাতে পারে, সেই পারে হাজার মানুষের অন্ধকার দূর করতে। আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারবো না, জীবনে পরিবর্তন প্রতিক্ষণেই আসবে, আমরা কিভাবে তা গ্রহণ করছি সেটাই গুরুত্বপূর্ণ।
সবকিছুর পরিবর্তন হবে। আগামীতে কোনো কিছুই আর আজকের মতো থাকবে না। তাই নিজেকে তৈরি করুন।
এসময় তারা আরও বলেন, এই পৃথিবীতে পরিবর্তন ছাড়া আর কোন কিছুই স্থায়ী নয়। চলুন হেটে যাই অজানা পথ পরিবর্তনে ডাকছে রাত দুপুর।পুরনো স্বপ্ন গুলো রেখে পেছনে, নতুন ভোরে গাই হৃদয়ের সুর।
এসময় স্বল্পদৈঘ্য চলচ্চিত্রের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীরের ভূয়সী প্রশংসা করেছেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। তিনি বলেন, আমার কাছে মনেই হয়নি নতুন পরিচালক জাহাঙ্গীরকে। তার মেধা আছে, এটাকে তার প্রতিভাকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে আরও ভাল কাজ করবে, চলচ্চিত্রটির জন্য শুভকামনা কামনা করছি।