৫ শতাংশ প্রণোদনা না পেলেও রেমিট্যান্স পাঠানোয় প্রথম স্থানে আমিরাত

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

রেমিট্যান্স প্রেরণে সব দেশকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রবাসীরা মূলত সরকার ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা লাভের প্রত্যাশায় অবৈধ পথে টাকা না পাঠিয়ে, বৈধ পথটি বেঁচে নিয়েছেন। কিন্তু মিলছে না ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা। দেওয়া হচ্ছে আগের মতোই ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার কথা থাকলেও নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন প্রবাসীরা।

মো. কামরুল নামে এক প্রবাসী বলেন, আমিরাত থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে না। আগের মতোই আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের মুহাম্মদ ইকবাল নামে এক প্রবাসী ঢাকা পোস্টকে বলেন, আমি চলতি মাসের ৫ নভেম্বর দেশে টাকা পাঠিয়েছি। ৫ শতাংশ প্রণোদনা মিলবে মনে করছিলাম। কিন্তু আগের মতোই আড়াই শতাংশ পেয়েছি।

প্রায় নিয়মিতভাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে সৌদি আরব থেকে। গত কয়েক বছর ধরে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। আর তৃতীয় স্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত এবং চতুর্থ স্থানে নাম থাকে যুক্তরাজ্যের। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণে চমক দেখিয়েছেন।

চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে সাতটি প্রদেশ নিয়ে গঠিত দেশ সংযুক্ত আরব আমিরাত প্রথম স্থানে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, সেপ্টেম্বর মাসে দেশে মোট ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে। সদ্য বিদায়ী অক্টোবর মাসে তা আরও বেড়ে ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার হয়।

রেমিট্যান্স প্রেরণে প্রায়ই সৌদি আরব প্রবাসীরা এগিয়ে থাকলেও এবার সেই রেকর্ড ভেঙে প্রথম স্থানে এসেছে আমিরাত। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের অক্টোবরে শুধু আমিরাত থেকে ৩২ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। অক্টোবরে প্রায় প্রতিটি দেশ থেকেই প্রবাসী আয় পেয়েছে বাংলাদেশ।

গত অক্টোবর মাসে প্রবাসীদের রেমিট্যান্সের এই রেকর্ড অল্পের জন্যে ২০০ কোটি ডলারের মাইলফলক ছুঁতে পারেনি। প্রবাসীদের ধারণা, বাংলাদেশ সরকারের ২.৫ শতাংশ থেকে ৫ শতাংশ প্রণোদনা বৃদ্ধির ঘোষণায় মূলত আবার সচল হতে শুরু করেছে দেশের অর্থনীতির চাকা। প্রণোদনার আশায় অনেকেই হয়েছেন হুন্ডি বিমুখীও। তবে এখনো ব্যাংকে ৫ শতাংশ প্রণোদনা না পাওয়ায় আশাহত হয়েছেন প্রবাসীরা। তাই তাদের দাবি, দ্রুত যেন এটি কার্যকর করা হয়।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD