মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহের পদ্ধতি আবিষ্কার করে রসায়ন বিজ্ঞানে নোবেল পেলেন তিন অধ্যাপক। আজ বুধবার এ নোবেল পুরস্কার ঘোষণা করে দ্য রয়েল সুইডিস অ্যাকাডেমি অব সায়েন্স।
রসায়নে নোবেল বিজয়ীরা হলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।
‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ উন্নয়নের জন্য নোবেল পেয়েছেন এ তিন অধ্যাপক। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’-এর মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা যাবে।