শিরোনাম :
নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত রাতে জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারতে করলেন খালেদা জিয়া ‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী সাবের হোসেন চৌধুরী অপরাধী হলে তো জেলেই থাকতেন: পররাষ্ট্র উপদেষ্টা একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহের পদ্ধতি আবিষ্কার করে নোবেল পেলেন ৩ অধ্যাপক বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্যের কঠোর জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত জনপ্রশাসন সচিব হচ্ছেন ‘আবেদ আলী কোটায়’ নিয়োগ পাওয়া কর্মকর্তা?

‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি যাচাই করছে নয়াদিল্লি’

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটে যে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় এলে সেই সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। এছাড়াও শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধের বিষয়টি আইনগতভাবে নয়াদিল্লি যাচাই বাছাই করছে।

সোমবার ( ৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিশ্রি বলেন, ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নয়াদিল্লি। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।
বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভাল হবে বলে মনে করে ভারত। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা করে ভারত।

বিক্রম মিশ্রি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশ কর্তৃপক্ষ, সাধারণ মানুষ, সুশীল সমাজকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয়ই বাংলাদেকে নিজেদের নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD