ছাত্রী হেনস্তাকারীর পক্ষ নিলেন বেরোবি ছাত্রদলের সভাপতি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কয়েক দফায় হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েক কর্মীর বিরুদ্ধে। তাদের একজনের পক্ষ নিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন। এমনকি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় সংগঠনের কিছু কর্মী মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে হুমকিও দেন।

ভুক্তভোগী লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। ওই বিভাগের প্রধান মো. মুজাহিদুল ইসলাম বলেন, ১৭ ব্যাচের ওই শিক্ষার্থী ১৬ ব্যাচের কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। পরে ১৬ ব্যাচের পক্ষ থেকে ওই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য তারা রেজিস্ট্রারের মাধ্যমে শৃঙ্খলা বোর্ডে পাঠাবেন।

১০ সেপ্টেম্বর দেওয়া অভিযোগে ভুক্তভোগী জানান, ক্লাসের কথা বলে তাঁকে ডেকে নিয়ে যান ছাত্রদলকর্মী সানজিদ সরকার স্মরণসহ ছয়জন। তারা বিশ্ববিদ্যালয় মাঠে দুই ঘণ্টা আটকে রেখে ফোন কেড়ে নেন। সেখানে ব্যক্তিগত বিষয় টেনে মানসিক হয়রানি ও অপমান করা হয়।

এ বিষয়ে সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার রাতে প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিক নেতা আনোয়ার হোসেনকে হুমকি দেন ছাত্রদলকর্মীরা। সংবাদ পেয়ে উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও অন্য সাংবাদিকরা এলে বিষয়টির সুরাহা হয়। তবে ছাত্রদলের শাখা আহ্বায়ক সেখানে সাংবাদিক ও ছাত্র উপদেষ্টাকে কটাক্ষ করেন। পরে তিনি নিজ ফেসবুক পেজে পোস্ট করে ছাত্রদলকর্মী স্মরণের পক্ষ নেন।

উপাচার্য ড. মো শওকত আলী বলেন, ‘আমরা এটা নিয়ে তদন্ত করব। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের এক সেমিস্টার হলেও বহিষ্কার করব।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD