নির্বাচনে অংশ নিচ্ছে না বাগছাস

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে সংগঠনের কেউ চাইলে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। বাগছাসের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ার অভিজ্ঞতা এবং সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকট এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদ চবি শাখার সদস্যসচিব আল মাশনূন বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ এককভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চাইলে, সে সিদ্ধান্ত তার নিজস্ব। নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, বাগছাসের চবি শাখার আহ্বায়ক মুনতাসির মাহমুদ ও সদস্যসচিব আল মাশনূনের নেতৃত্বে একটি প্যানেল গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ক্যাম্পাসে গুঞ্জন রয়েছে, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বাগছাস নেতাদের দায়ী করায় সংগঠনটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নেতৃত্বে দ্বন্দ্বের কারণে সংগঠনটির মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে আসন্ন চাকসু নির্বাচনে বাগছাসের নেতাদের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করবে বলে অনেকেই মনে করছেন।

তবে বাগছাসের কেন্দ্রীয় দুই নেতার সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র প্যানেল নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এতে সহসভাপতি (ভিপি) পদে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে কেন্দ্রীয় সংগঠক রাশিদুল হক দিনার প্রার্থী হয়েছেন। গত মঙ্গলবার তারা মনোনয়ন ফরমও নিয়েছেন।

জানা গেছে, মাহফুজ ও দিনারের সঙ্গে মাশনূনের মতবিরোধ রয়েছে। এর জের ধরে দুটি অংশে বিভক্তি হয়ে পড়েন বাগছাসের নেতাকর্মীরা। এর মধ্যে তিন দিন আগে চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি নেওয়ায় দিনারকে বাগছাস থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে দিনার বলেন, স্বতন্ত্র প্যানেল দিয়েছি। বাগছাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

১ হাজার ১৬২টি মনোনয়নপত্র সংগ্রহ : উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল মিলে ১ হাজার ১৬২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৫২৮টি ও হল সংসদে ৬৩৪টি মনোনয়নপত্র নেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। গতকাল বুধবার জমা দেওয়ার শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের দাবির মুখে সময় একদিন বাড়ানো হয়েছে। এ ছাড়া আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের।

শিবির সমর্থিত প্যানেলে দৃষ্টিপ্রতিবন্ধী সনাতন ছাত্র : চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। দৃষ্টিপ্রতিবন্ধী এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন আকাশ দাশ।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD