শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে শিক্ষার্থীদের খাবারে কেঁচো পাওয়া গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এমন ঘটনা ঘটে।
প্রায় সময়ই খাবারে চুল, ইট ও বালু পাওয়া যায় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ডাইনিং রাতেই বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্যান্টিনে খাবার নিতে যান। খাওয়ার সময় হঠাৎ খাবারের ভেতর থেকে একটি আস্ত কেঁচো বেরিয়ে আসে।
এ বিষয়ে হলের সহকারী প্রভোস্ট সাকুফা চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের জন্য সব সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তবে কর্মচারীদের অবহেলার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, প্রায়ই খাবারে চুল, ইট ও বালু পাওয়া যায়। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। প্রতিদিনের তিন বেলার খাবার এখান থেকেই সংগ্রহ করতে হয়।
এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া একেবারেই অসহনীয় ও অমানবিক বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দ্রুত ক্যান্টিনের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।