জামায়াত নেতার মোটরসাইকেলের সিটের নিচে মিলল সরকারি ওষুধ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর সোনাগাজীতে মোহতাসেম বিল্লাহ চৌধুরী সবুজ নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলের সিটের নিচে পাওয়া গেছে সরকারি ওষুধ। পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের রহমানিয়া মাদরাসা সংলগ্নস্থানে মঙ্গলবার বিকেলে পাঁচটায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় । এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের বাসিন্দা মোহতাসেম বিল্লাহ চৌধুরী সবুজ ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী তিনি। তার দাবি, গত এক বছর পূর্ব থেকে তিনি ওই ওয়ার্ডের জনগণের মাঝে ওষুধসহ উপহার সামগ্রী বিতরণ করে আসছেন।

প্রতিদিনের মতো গত মঙ্গলবার বিকেলে নিজের মোটর সাইকেলযোগে ওষুধ বিলি করতে বের হন ওই জামায়াত নেতা। রহমানিয়া মাদরাসা সংলগ্ন স্থানে গেলে স্থানীয় যুবদল নেতা নুর আলম জিকো, মো. মোস্তফা, আবু সুফিয়ান ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ওয়াদুদের নেতৃত্বে একদল যুবদল কর্মী তার মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে থাকা কয়েক প্যাকেট সরকারি ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পলের কয়েক প্যাকেট ওষুধসহ তাকে আটক করা হয়। এ সময় তারা সরকারি ওষুধ তিনি বিলি ও রাখতে পারেন কিনা এমন প্রশ্নে তাকে জর্জরিত করেন। সেখানে বিপুল সংখ্যক লোকজন জমায়েত হলে পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করে দেন।

পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, “ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করি এবং জামায়াত নেতা সবুজ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি সমাধান করে দিই।”

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে রাতে ওই জামায়াত নেতা নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, “আমি সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থী হিসেবে নানা সমাজ কর্ম করে যাচ্ছি। আমার পরিবারের পাঁচজন সদস্য ডাক্তার রয়েছেন। তাদের কাছ থেকে ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ নিয়ে এবং দোকান থেকে কিনে গরিব রোগীদের মাঝে বিতরণ করে আসছি। বিশেষ করে গ্যাস্ট্রিক, জ্বর ও এলার্জির ওষুধগুলো গরিবদের মাঝে বিতরণ করি। কিন্তু সাধারণ জনতা আমাকে ভুল বুঝে আটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেন। এতে আমার পরিবার ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। একটি মীমাংসিত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসী, রাজনৈতিক নেতাকর্মী ও আত্মীয়স্বজনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।”

সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি। ওই জামায়াত নেতা কীভাবে হাসপাতাল থেকে সরকারি ওষুধ নিয়ে বিলি করেন, সে ব্যাপারে তদন্ত হওয়া দরকার। তিনি ওষুধ বিলির মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি শুনেছি। স্থানীয়ভাবে নিজেদের মধ্যে মীমাংসা হয়ে গেছে।”

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD