কর্ণফুলীতে নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মইজ্জারটেক মোড় এলাকার পুলিশ বক্সের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এমন মাইকিং করতে দেখা যায়। মাইকিংয়ে নিষিদ্ধ দলের লোকদের বাসাভাড়া দিতে নিষেধ করা হয়। একইসঙ্গে কোনো বাসা থেকে নিষিদ্ধঘোষিত দলের কর্মীদের আটক হলে ওই বাড়িওয়ালাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আটক করা হবে বলে ঘোষণা দেয়া হয়। এই মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলছেন, “ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় না দিলে শাস্তি পেতে হবে বাড়ির মালিকদের। নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলার যুবকদের বাসা ভাড়া দিতে হলে আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দিতে হবে।”

ওসি জানান, ‘ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে।’

তিনি বলেন, “এবার তা আরও জোরালো করা হচ্ছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে।”

ওসি মুহাম্মদ শরীফ বলেন, বাড়ির মালিকরা নিজেদের অজান্তেই সন্ত্রাসী ও জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দিয়ে থাকেন। কিন্তু সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। এজন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। কিছুদিন আগে ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনা ঘটে। সেখানে স্বামীর নাম ঠিকানা ও পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে।”

বুধবার বিকেল থেকে পুরো উপজেলাজুড়ে থানা পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক এই মাইকিং করতে দেখা যায়। এতে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে এনআইডিসহ অন্যান্য পরিচয়পত্র থানায় জমা দিতে হবে। এনআইডি জমা ছাড়া কোনো ভাড়াটিয়াকে বাসা ভাড়া দেওয়া যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোনো সন্ত্রাসী কাজ করলে বাড়ির মালিককেও তার দায়দায়িত্ব নিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মাইকিংয়ের একটি ভিডিওতে বলতে শোনা যায়, “এতদ্দ্বারা সব বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, অত্র কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে আসলে তিনি ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে তাহাকেও আটক করা হবে। নির্দেশক্রমে কর্ণফুলী থানা।”

তবে সে ভিডিওর বিষয়ে ওসি বলেন, “আমাদের নির্দেশনাটি ভুলভাবে প্রচার করা হয়েছে।”

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD