জাতিসংঘের প্রতিবেদন

গাজায় গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্যকে ব্যবস্থা নিতে হবে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা ‘প্রতিরোধ ও শাস্তি’ দেয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটির ক্রাইসিস রেসপন্স ম্যানেজার ক্রিস্টিয়ান বেনেডিক্ট এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে গণহত্যা সম্পর্কিত অনুসন্ধান প্রকাশের পর যুক্তরাজ্যকে অবশ্যই তার অবস্থান বদলাতে হবে এবং দেরি না করে পদক্ষেপ নিতে হবে। খবর আনাদোলু এজেন্সির।

যদিও যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা বলেছে, তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার লন্ডনে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করায় সমালোচনার মুখে পড়েছেন। এদিকে, ফিলিস্তিন অ্যাকশন নামে নিষিদ্ধ প্রচারাভিযানকে সমর্থনের অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ।

বেনেডিক্ট আরও বলেন, ‘গাজায় চলমান গণহত্যার ঝুঁকিকেও আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে যুক্তরাজ্য সরকারের অব্যাহত অনীহা এখন আর টেকসই নয়। এটি প্রভূত আইনি প্রমাণ ও আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর ক্রমবর্ধমান ঐকমত্যের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করছে।’

তিনি যোগ করেন, ‘সরকারকে এখনই গণহত্যা অস্বীকারের পথ থেকে সরে আসতে হবে। আইনগত ও নৈতিক দায়িত্ব পূরণে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেয়ার জন্য অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD