গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকায়—ঢাকা উত্তর ও বরিশালে ১৩১ জন করে, দক্ষিণে ৯৭ জন। এছাড়া চট্টগ্রামে ৯২, রাজশাহীতে ৩৪, খুলনায় ২৯, রংপুরে ৭, ময়মনসিংহে ৬ এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণে—৭৮ জন। চট্টগ্রাম ও বরিশালে ২১ জন করে, ঢাকা উত্তরে ১৭, রাজশাহীতে ৭, খুলনায় ৫, ময়মনসিংহে ৪ এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং এডিস মশা নিধনে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।