বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না, যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। নির্বাচনকালে পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিনতি ভোগ করতে হবে।
শনিবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন একটি অগ্নি পরিক্ষা আমাদের জাতির জন্য। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোন আশংকা এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে এবং প্রবাসী ভোটাররা প্রথম বারের মত পোষ্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
মত বিনিময় সভায় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ জলিলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মমর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।