আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা ফের বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্ব বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, আগামী ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি না হলে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
শুক্রবার (৪ জুলাই) দ্য ইকোনোমিক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘আমরা চুক্তি করেছি কিছু দেশের সঙ্গে। বাকিদের জানিয়ে দেব—কত শতাংশ শুল্ক দিতে হবে। সময় শেষ ৯ জুলাই। এরপর ১ আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক ব্যবস্থা।’ তিনি বলেন, ‘বহুপাক্ষিক চুক্তি দীর্ঘসূত্রতা তৈরি করে। তাই দ্বিপাক্ষিক চুক্তিই আমাদের পছন্দ।’
বাণিজ্যের পাশাপাশি পররাষ্ট্রনীতি ও সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছে—ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া, এবং আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা। তিনি আফ্রিকার সংঘর্ষকে “৩০ বছরের যুদ্ধ” আখ্যা দিয়ে বলেন, “৬০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এটি খুবই ভয়ানক যুদ্ধ ছিল।”
ইরান ও তেহরানপ্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে নিখুঁত হামলা করেছি। এখন তাদের সুর বদলে গেছে। তারা আর খারাপ কিছু বলছে না—বরং দেখা করতে চায়।’
কোন কোন দেশ ঝুঁকিতে?
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আংশিক চুক্তি সম্পন্ন হয়েছে। এর আওতায়— ভিয়েতনাম থেকে আমদানি হওয়া পণ্যে ২০% শুল্ক, আর চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ‘ট্রান্সশিপমেন্ট’ পণ্যে ৪০% শুল্ক ধার্য হবে।
এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলমান। ট্রাম্প বলেন, জাপানকে ৩০-৩৫ শতাংশ শুল্ক দিতে হতে পারে, যা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, ‘আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এই চিঠিতে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্কের ঘোষণা থাকবে।’
বিশ্লেষকদের মতে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এমন হুমকি রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা—যার প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়।