পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই বলে জানান টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক। সুন্দর ভাবে বাঁচতে প্রয়োজন অক্সিজেন। আর অক্সিজেনের জন্য প্রয়োজন বৃক্ষ। বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজেদের বাঁচার জন্যও হলেও আমাদের ব্যাপকভাবে বৃক্ষরোপন করতে হবে।
ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক বৃক্ষরোপণ কার্যক্রম করেন মঙ্গলবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিক ভাবে।
বাংলাদেশ টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের তত্ত্বাবধানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে সপ্তাহ বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। ১ জুলাই ময়মনসিংহ মহানগর ও জেলার থানা সমূহ ভালুকায় অবস্থিত গ্রীন অরণ্য রিসোর্ট, ময়মনসিং শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট, সিলভার ক্যাসেল রিসোর্ট, জয়নাল আবেদীন পার্ক, জয়নাল আবেদীন সংগ্রহশালা ও শশীলজ জাদুঘর সহ নেত্রকোনার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেন। যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বিশাল আলোড়ন তুলেছে।
এসময় টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই আমাদেরকে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। একটি জনবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।