গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার(১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরিফ(০৮) ও জোবায়ের(০৮) নামে অপর দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার(১ জুলাই) সকাল ৯টায় উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার পুডিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাপলা আক্তার পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের কন্যা ও দত্তের বাজার বিরই দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ আরিফ ও জোবায়ের একই গ্রামের হাবিব মিয়া ও মমতাজ মিয়ার ছেলে এবং একই মাদ্রাসার এফতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে দত্তের বাজার পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের ওপাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাত স্রোতের টানে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। মর্মান্তিক এ ঘটনায় পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুই শিশু শিক্ষার্থী জোবায়ের ও আরিফের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাকুন্দিয়া ও গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশু উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। নৌপুলিশের ডুবুরি দলের প্রধান আমিনুর রহমান বলেন, ঘটনার পর খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নৌকাডুবির কয়েক কিলোমিটার মিটার এলাকায় নিখোঁজ দুই শিশুর উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনায় সহযোগিতা করি। দুই শিশুর ব্যাপারে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।