সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮শে অক্টোবর শনিবার ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশে দলের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব রক্ষা পার্টি (সরপ)
শনিবার দলটির পক্ষ থেকে সাংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮শে অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে পুলিশের নগ্ন হামলায় বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
তারা আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের পুলিশ বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে এবং ব্যাপক মারধর করেছে।
বিবৃতিতে সরপের চেয়ারম্যান আবু সায়েম মিয়া বলেন, বর্তমান ‘মাফিয়া’ সরকার বাংলাদেশের মানুষের সব প্রকার গণতান্ত্রিক অধিকার হরণ করে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এখন উন্মাদ হয়ে গেছে। তাই তারা এরকম একটি ন্যায্য অধিকার আদায়ের কর্মসূচিতে নগ্ন হামলা করল। বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা পার্টি- সরপ এই নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।