ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবাতে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী আইডিএফ বলছে, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইসরাইল এবং ইরান ‘১২ দিনের যুদ্ধ’ বিরতির জন্য সম্মত হয়েছে। এরপরই এই হামলার খবর দিল ইসরাইলি গণমাধ্যম।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার আগেই ইরান ইসরাইলে একাধিক গুলি ছুঁড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করার বিষয়ে সম্মত হওয়ার কথা অস্বীকার করেছেন। তবে বলেছেন যে যদি ইসরাইল হামলা বন্ধ করে, তাহলে ইরানও বন্ধ করবে।
বিরশেবার সোরোকা মেডিকেল সেন্টার জানিয়েছে, হাসপাতালের ট্রমা টিম এবং এর জীবন রক্ষাকারী ইউনিট ইরান থেকে সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের গ্রহণের জন্য প্রস্তুত। এই পর্যায়ে, জরুরি বিভাগের ট্রমা রুমে মাঝারি অবস্থায় একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চিকিৎসকরা বিরশেবাতে ক্ষেপণাস্ত্র হামলায় তিন জনের মৃত্যুর বিস্তারিত রিপোর্ট করেছেন। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) বিরশেবাতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিনজনের মধ্যে ৪০ বছর বয়সী একজন মহিলা, ৪০ বছর বয়সী একজন পুরুষ এবং ২০ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন বলে শনাক্ত করেছেন।
এছাড়া, ৫০ বছর বয়সী দুই পুরুষকে মাঝারি আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আরও ছয়জনকে ভালো অবস্থায় ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমডিএ জানিয়েছে।
এদিকে ইরান থেকে অব্যাহত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।