শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির ’গুলি করে হত্যার’ হুমকির অডিও ভাইরাল গোপালগঞ্জে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অভ্যুত্থানের পর বাকস্বাধীনতার সুযোগ পাচ্ছি: গোলাম পরওয়ার শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্যকে প্রত্যাহার সেনাবাহিনীর হস্তক্ষেপে গোপালগঞ্জে সহিংসতা নিয়ন্ত্রণ, জনসাধারণকে ধৈর্যের আহ্বান গোপালগঞ্জে সহিংসতা-প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি এনসিপির অপরিকল্পিত কমসূচির কারণে গণঅভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়ছে: সালাহউদ্দিন খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু ‘ফ্যাসিস্ট আ.লীগকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না’

সাবেক সেনাকর্মকর্তাদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সবার ওপরে দেশ’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে দলটির। এর নেতৃত্বে আছেন সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

দলটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। তিনি বিআরপির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম একে একে পড়ে শোনান।

দলটির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মেজর (অব.) মো. রাজিবুল হাসানের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া সাঈদ আলী সিকদারকে দলের জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়। সহসভাপতি পদে আছেন ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, মো. আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও মো. বায়েজিদ।

নতুন এই দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ; সাংগঠনিক সম্পাদক পদে মেজর (অব.) রাকিবুল হাসান ও মঞ্জুর হোসেন; সহসাংগঠনিক সম্পাদক পদে হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, কামরুল হাসান ও আইনবিষয়ক সম্পাদক পদে অলিদ আহমেদ আছেন।

এ ছাড়া দলটির নারী ও শিশুবিষয়ক সম্পাদক হয়েছেন আনিকা তাসনীম খান, সহসম্পাদক মৌসুমী আক্তার সুমি; শ্রমবিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন; পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম; সহসম্পাদক (সহপরিচালক) মো. জহিরুল হক; দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত; আপ্যায়নবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সহসম্পাদক মোছা. শারমিন আক্তার মুক্তা; শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাহুল আমিন ও স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার।

নতুন দলের বিষয়ে বিআরপির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না—আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যাঁরা আমাদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে, সবাই আমাদের বন্ধু। আমরা ন্যায্যতার ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই।’

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন বিআরপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ঐতিহাসিক ’৪৭, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিক আজ বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছি।

সাজ্জাদ হোসেন ইউনূস বলেন, এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাঁধভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা, যেখানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একটি সুশাসনভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই হাজার বীর শাহাদাত বরণ করেছেন ও ৩০ হাজারের বেশি আহত হয়েছেন।’

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের মূলনীতি নিয়ে সব রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাভিত্তিক সম্পর্ক দলটির পররাষ্ট্রনীতি হবে।’ বলা হয় দলটির ঘোষণাপত্রে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD