ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা যুদ্ধে নামবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই জল্পনা জিইয়ে রেখেছেন। বলে রেখেছেন, তিনি নামতেও পারেন, আবার না-ও নামতে পারেন। কিন্তু তিনি কী করবেন, তা কেউ জানে না। এই পরিস্থিতিতে রাশিয়া পাল্টা হুঁশিয়ারি দিল আমেরিকাকে। স্পষ্ট জানিয়ে দিল, আমেরিকা যুদ্ধে যোগ দিলে তার পরিণাম ভয়ঙ্কর হবে! তাতে নতুন করে জল্পনা, ট্রাম্প মাঠে নামলে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের পাশে দাঁড়াবেন?
ওয়াশিংটনকে সতর্ক করে তিনি বলেন, ‘‘ওই ধরনের পদক্ষেপ করলে পুরো পরিস্থিতিই ঘেঁটে যেতে পারে।’’ তাতে পরমাণু বিপর্যয় ঘটতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।