সরকার পতনের এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় সার্বভৌমত্ব রক্ষা পার্টি (সরপ)। এ জন্য দলের ঘোষিত এক দফা দাবির আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। এক দফা সামনে রেখে আগামী কয়েক সপ্তাহ বিভাগীয় পর্যায়ে কিছু কর্মসূচি পালন করবে দলটি।
সরপের নেতারা জানান, কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। সরপের শীর্ষ নেতৃত্ব সব জেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এ ছাড়া সরপের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কয়েক দফা সমন্বয় বৈঠক করবেন। ওই সব বৈঠক থেকে সবাইকে দ্রুত এক দফার আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
জানতে চাইলে সরপের চেয়ারম্যান আবু সায়েম মিয়া জানান, স্থায়ী কমিটির গত কয়েকটি বৈঠকে এক দফার আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই অবৈধ সরকারকে হটাতে এক দফা আন্দলোনে যাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকারের ক্ষমতায় থাকাটাই বড় অন্তরায় হয়ে উঠবে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ধারাবাহিক আন্দোলন ও এবার সরকারের পদত্যাগ করানোই আমাদের চূড়ান্ত এক দফা দাবি হিসেবে ঘোষণা করেছি।