শিরোনাম :
মিয়ানমারে খাদ্যসংকটের আশঙ্কা, বাংলাদেশ থেকে হতে পারে চোরাচালান : খাদ্য উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা এশিয়ায় সুগার ড্যাডির সংখ্যায় প্রথম স্থানে ভারত আ. লীগ নিষিদ্ধের বয়ান বাতলে দিলেন পিনাকী! লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কীভাবে হতে পারে তা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আইনগত পরিভাষা গুরুত্বপূর্ণ যে কোনো ঘোষণার ক্ষেত্রে। অতএব, এইরকম ঘোষণা দেয়া যাইতে পারে: “এতদ্বারা বাংলাদেশের চিরস্বাধীন ও সার্বভৌম জনগণ আন্তর্জাতিক সন্ত্রাসী, মানবতার বিরুদ্ধে অব্যাহতভাবে অগণিত গুম, খুন ও অন্যান্য অমার্জনীয়, অকল্পনীয়, বীভৎস ও দালিলিকভাবে প্রমাণিত অসংখ্য অপরাধ সংঘটনকারী, গণহত্যাকারী, লুটেরা, স্বৈরাচার, ফ্যাসিস্ট; জনগণের রাজনৈতিক, সিভিল, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অন্যান্য সকল গণতান্ত্রিক ও নাগরিক অধিকার লুন্ঠনকারী; জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের অধিকার, বাকস্বাধীনতা ও সভাসমাবেশের অধিকার হরণকারী; রাষ্ট্রবিরোধী, অনুতাপ ও অনুশোচনাবিহীন বাংলাদেশ-বিরোধী ভারতভৃত্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনকে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনী, অবৈধ, রদ, রহিত, অবলুপ্ত এবং আইনের দৃষ্টিতে ও জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী নিষিদ্ধ এবং বৈধ-অস্তিত্ববিহীন ঘোষণা করা হইল। সর্বশক্তিমান ঈশ্বরের আদেশক্রমে, —বাংলাদেশের চিরস্থায়ী মুক্ত ও সার্বভৌম বাংলাদেশে হামলা নিয়ে কেন এমন এলার্ট যুক্তরাজ্যের? ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া ট্রাম্প-পুতিন ফোনালাপ, আনন্দিত চীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ ছাত্রীসহ ১২ জনকে বহিষ্কার সেনাসদস্যকে মারধর করায় রেলওয়ের গার্ডসহ তিনজন আটক স্বজন হারানোর বেদনা: স্বৈরশাসকের কান্নার আড়ালে রক্তাক্ত ইতিহাস তুলে ধরলো জাতিসংঘ!

ভারত সফরে আসছেন ট্রাম্প, হোয়াইট হাউসে আমন্ত্রণ পাচ্ছেন মোদি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প কোন দেশ সফর করতে পারেন তার খবর বেরিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে বসার ১০০ দিনের মধ্যে ট্রাম্প চীন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন, প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প তার উপদেষ্টাদের চীন সফরের কথা বলেছেন।

এ ছাড়া ফিন্যান্সিয়াল ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য ভারত সফরের কথাও আলোচনা করেছেন। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প এই সফর করতে পারেন। এ ছাড়া এবারে স্প্রিংয়ে হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে জয়শঙ্কর যখন ওয়াশিংটনে যান তখনেই এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। এ ছাড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প প্রশাসনের কোয়াড জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে।

খবরে বলা হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে ট্রাম্প প্রশাসনের।

এদিকে ট্রাম্পের আগামীকালের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শি। তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।

আরো পড়ুন

আ. লীগ নিষিদ্ধের বয়ান বাতলে দিলেন পিনাকী! লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কীভাবে হতে পারে তা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আইনগত পরিভাষা গুরুত্বপূর্ণ যে কোনো ঘোষণার ক্ষেত্রে। অতএব, এইরকম ঘোষণা দেয়া যাইতে পারে: “এতদ্বারা বাংলাদেশের চিরস্বাধীন ও সার্বভৌম জনগণ আন্তর্জাতিক সন্ত্রাসী, মানবতার বিরুদ্ধে অব্যাহতভাবে অগণিত গুম, খুন ও অন্যান্য অমার্জনীয়, অকল্পনীয়, বীভৎস ও দালিলিকভাবে প্রমাণিত অসংখ্য অপরাধ সংঘটনকারী, গণহত্যাকারী, লুটেরা, স্বৈরাচার, ফ্যাসিস্ট; জনগণের রাজনৈতিক, সিভিল, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অন্যান্য সকল গণতান্ত্রিক ও নাগরিক অধিকার লুন্ঠনকারী; জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের অধিকার, বাকস্বাধীনতা ও সভাসমাবেশের অধিকার হরণকারী; রাষ্ট্রবিরোধী, অনুতাপ ও অনুশোচনাবিহীন বাংলাদেশ-বিরোধী ভারতভৃত্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনকে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনী, অবৈধ, রদ, রহিত, অবলুপ্ত এবং আইনের দৃষ্টিতে ও জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী নিষিদ্ধ এবং বৈধ-অস্তিত্ববিহীন ঘোষণা করা হইল। সর্বশক্তিমান ঈশ্বরের আদেশক্রমে, —বাংলাদেশের চিরস্থায়ী মুক্ত ও সার্বভৌম

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD