অবশেষে ধরা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামেও পরিচিত, তার বয়স ৩০।
মুম্বাই পুলিশ বলছে, সাইফকে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি পাঁচ থেকে ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।