শিরোনাম :
বিএনপি অফিসে আগুন, দেয়ালে লেখা ‘মরার জন্য অপেক্ষা কর’ শেখ মুজিব ও হাসিনা পালায়, বীর গোলাম আযম পালায় না: আমান আযমী মিয়ানমারে খাদ্যসংকটের আশঙ্কা, বাংলাদেশ থেকে হতে পারে চোরাচালান : খাদ্য উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা এশিয়ায় সুগার ড্যাডির সংখ্যায় প্রথম স্থানে ভারত আ. লীগ নিষিদ্ধের বয়ান বাতলে দিলেন পিনাকী! লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কীভাবে হতে পারে তা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আইনগত পরিভাষা গুরুত্বপূর্ণ যে কোনো ঘোষণার ক্ষেত্রে। অতএব, এইরকম ঘোষণা দেয়া যাইতে পারে: “এতদ্বারা বাংলাদেশের চিরস্বাধীন ও সার্বভৌম জনগণ আন্তর্জাতিক সন্ত্রাসী, মানবতার বিরুদ্ধে অব্যাহতভাবে অগণিত গুম, খুন ও অন্যান্য অমার্জনীয়, অকল্পনীয়, বীভৎস ও দালিলিকভাবে প্রমাণিত অসংখ্য অপরাধ সংঘটনকারী, গণহত্যাকারী, লুটেরা, স্বৈরাচার, ফ্যাসিস্ট; জনগণের রাজনৈতিক, সিভিল, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অন্যান্য সকল গণতান্ত্রিক ও নাগরিক অধিকার লুন্ঠনকারী; জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের অধিকার, বাকস্বাধীনতা ও সভাসমাবেশের অধিকার হরণকারী; রাষ্ট্রবিরোধী, অনুতাপ ও অনুশোচনাবিহীন বাংলাদেশ-বিরোধী ভারতভৃত্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনকে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনী, অবৈধ, রদ, রহিত, অবলুপ্ত এবং আইনের দৃষ্টিতে ও জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী নিষিদ্ধ এবং বৈধ-অস্তিত্ববিহীন ঘোষণা করা হইল। সর্বশক্তিমান ঈশ্বরের আদেশক্রমে, —বাংলাদেশের চিরস্থায়ী মুক্ত ও সার্বভৌম বাংলাদেশে হামলা নিয়ে কেন এমন এলার্ট যুক্তরাজ্যের? ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া ট্রাম্প-পুতিন ফোনালাপ, আনন্দিত চীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ ছাত্রীসহ ১২ জনকে বহিষ্কার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীসহ আটক ২

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। চিকিৎসার কারণ দেখিয়ে সুস্মিতা পান্ডে আজ সোমবার দুপুরের দিকে ভারতে যাচ্ছিলেন।

আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আটকের বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহভাজন সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটকরা ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি বলে জানান ওসি ইব্রাহিম। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

আ. লীগ নিষিদ্ধের বয়ান বাতলে দিলেন পিনাকী! লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কীভাবে হতে পারে তা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আইনগত পরিভাষা গুরুত্বপূর্ণ যে কোনো ঘোষণার ক্ষেত্রে। অতএব, এইরকম ঘোষণা দেয়া যাইতে পারে: “এতদ্বারা বাংলাদেশের চিরস্বাধীন ও সার্বভৌম জনগণ আন্তর্জাতিক সন্ত্রাসী, মানবতার বিরুদ্ধে অব্যাহতভাবে অগণিত গুম, খুন ও অন্যান্য অমার্জনীয়, অকল্পনীয়, বীভৎস ও দালিলিকভাবে প্রমাণিত অসংখ্য অপরাধ সংঘটনকারী, গণহত্যাকারী, লুটেরা, স্বৈরাচার, ফ্যাসিস্ট; জনগণের রাজনৈতিক, সিভিল, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অন্যান্য সকল গণতান্ত্রিক ও নাগরিক অধিকার লুন্ঠনকারী; জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের অধিকার, বাকস্বাধীনতা ও সভাসমাবেশের অধিকার হরণকারী; রাষ্ট্রবিরোধী, অনুতাপ ও অনুশোচনাবিহীন বাংলাদেশ-বিরোধী ভারতভৃত্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী অঙ্গসংগঠনকে বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনী, অবৈধ, রদ, রহিত, অবলুপ্ত এবং আইনের দৃষ্টিতে ও জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী নিষিদ্ধ এবং বৈধ-অস্তিত্ববিহীন ঘোষণা করা হইল। সর্বশক্তিমান ঈশ্বরের আদেশক্রমে, —বাংলাদেশের চিরস্থায়ী মুক্ত ও সার্বভৌম

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD