জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, রিভলভার সহ গ্রেপ্তার ১২

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়। অভিযানে যৌথ বাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে একটি রিভলবার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আজ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব, ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

অভিযানে যৌথ বাহিনী দুর্বৃত্তদের কাছা থেকে একটি রিভলভার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

উদ্ধার করা অস্ত্র, অ্যামুনেশনসহ গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD