শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এতে জানানো হয়, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া এবং তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে এবং কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এছাড়াও টঙ্গী এলাকায় সকল শ্রেণির গ্রাহকসহ টঙ্গী জয়দেবপুর মহাসড়কের ১৬” x ১৪০ পিএসআইজি ডিসিএফ লাইনের ওপর বিদ্যমান গ্রাহকসমূহের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

 

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD