ট্রাম্পের পরবর্তী প্রশাসনের ৯ জনকে বোমা হামলার হুমকি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পরবর্তী মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলের অন্তত নয় জনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভ্যান্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকির তথ্য তাদের কাছে আছে। সেই সঙ্গে ভুয়া কল করেও হুমকিপ্রাপ্তদের বাড়িতে পুলিশকে পাঠানোর ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী, গৃহায়ণমন্ত্রী, কৃষিমন্ত্রী ও শ্রমমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় অন্যদের মধ্যে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে যাকে নির্ধারণ করা হয়েছে তার নামও রয়েছে।

গত মঙ্গলবার রাত ও বুধবারের মধ্যে এসব হুমকি দেওয়া হয়। এসব ঘটনা এখন তদন্ত করছে পুলিশ।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD