গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী।
বুধবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় রাওনা বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।
গত শনিবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ভাষা শহীদ জব্বার সড়কে এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা জসিম উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জসিম উদ্দিনের স্ত্রী মানছুরা বেগম
স্বজন সজীব,ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, আসাদুল সরকার প্রমুখ।
মানববন্ধনে হামলায় আহত জসিম উদ্দিনের স্ত্রী মানছুরা বেগম বলেন, ফকরুল,জাকারিয়া, আলামিন,শাহীন,বাবু
স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা আমার স্বামীকে কুপিয়ে জখম করে।সে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়,আমাদের মেরে ফেলাার হুমকি দিচ্ছে। এদেরকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি।