নান্দাইল সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক মিলি আক্তারকে সংর্ধ্বনা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধ্বনা প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনিক সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সংর্ধ্বনা দেয়া হয়।

 

সাংবাদিক আল ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাইমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর ভাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, চন্ডীপাশা ইউনিয়নে চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে বাবা শামসুল হক সহ প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠান শেষে সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের খোলাধুলায় মনোযোগি করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা, সিংরইল ইউনিয়ন ও শেরপুর ইউনিয়নে সরকারী জায়গায় খেলার মাঠ তৈরি করবে উপজেলা প্রশাসন।

 

এছাড়াও উপজেলা প্রতিটি ইউনিয়নে সরকারী জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পাল।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD