গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে গফরগাঁও সরকারি কলেজে বুধবার দুপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন
কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. নাজমুল হুদা, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আক্তারুজ্জামান,ছাত্র সমন্বয়ক মবিনুর রহমান প্রমুখ।
স্মরণ সভা শেষে জুলাই অভ্যুথ্বানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কলেজ শিক্ষার্থীরা।