রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট দুই অভিযুক্তকে সমনের ওই বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক সমনের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। আত্মপক্ষ সমর্থনে যা বলার তা জানাতে হবে আদালতকেও। গত বুধবার সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। মার্কিন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের।
গৌতম আদানি, সাগর আদানিসহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ইতিমধ্যে গৌতম আদানি ও তার স্বজন সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত।
এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে সমন জারি করা হল।
তবে মামলার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে আদানি গোষ্ঠী। মার্কিন আদালতের এই অভিযোগকে ভিত্তিহীন বলছে ভারতীয় ব্যবসায়িক এই গ্রুপটি।