ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
গত শনিবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে শহীদ আবদুল জব্বার সড়কে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাওনা ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন(৪২) এর সাথে একই এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা ফকরুল ও জাকারিয়ার বিরোধ চলে আসছিল।
গত আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এইসব সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় আবারও তৎপর হয়ে উঠে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিনের ভাতিজা সজীব মিয়া জানান,শনিবার রাত ৯ টার দিকে পাঁচুয়া শহীদ আবদুল জব্বার সড়কের উপর স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ফকরুল ও জাকারিয়া দেশীয় অস্ত্রসহ একদল সন্ত্রাসী নিয়ে অতর্কিতে হামলা চালায়।
এসময় জসিম উদ্দিনকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা জসিম উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ