২৩ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

চলতি নভেম্বর মাসের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৭১৬ কোটি টাকা। প্রতিদিন হিসেবে এসেছে ৭ কোটি ৫০ লাখ ৫৮ হাজার ৬৭৫ কোটি টাকা।

 

রোববার (২৪ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

 

তথ্যে দেখা যায়, আগের মাসে অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার। আগের বছরের নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ছয় কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার।

 

সে হিসাব আগের বছরের নভেম্বর মাসের চেয়ে প্রবাসী আয় অনেক বেশি এলেও গত অক্টোবরের চেয়ে কম এসেছে।

 

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়,  নভেম্বরের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে  এসেছে ৬৩ কোটি ৯৯ লাখ ২০ হাজার ডলার।

 

রাষ্ট্রা মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৫ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৮০ হাজার ডলার।

 

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী এসেছে ইসলামী ব্যাংকের ২৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD