বসনিয়াকে জার্মানির ৭ গোল, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

উয়েফা নেশনস লিগে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মান। এই টুর্নামেন্টের ইতিহাসে বসনিয়ার বিপক্ষে জার্মানদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। শনিবার (১৬ নভেম্বর) জার্মানির পক্ষে টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান রিৎজ জোড়া গোল করেছেন। বাকি গোলগুলো করেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।

 

এদিকে দিনের আরেক খেলায় হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে ভেগহর্স্ট, গাকপো, ডামফ্রিস এবং কুপমেইনার্স গোলগুলো করেন।

 

৫ ম্যাচ খেলে ৪টায় জয় ১টায় ড্রয়ে ১৩ পয়েন্ট জার্মানির। গ্রুপ রানার্সআপ নেদারল্যান্ডসের সংগ্রহ ৮ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। আর আগেই বিদায় নিশ্চিত হওয়া বসনিয়া, ১ পয়েন্ট নিয়ে সবার নিচে।

 পেনাল্টি শটে গোল কছেন নেদারল্যান্ডসের খেলোয়ার। ছবি : সংগৃহীত

এদিন জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। কিমিখের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন তিনি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইনডিন্সট। বক্সের বাইরে থেকে হোবার্ত আন্ড্রিসের শটে হালকা টোকা দিয়ে বল জালে পাঠান তিনি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

ম্যাচশেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান বলেছেন, ‘ম্যাচে আমাদের কেউ চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও ছিল অসাধারণ মানের। আর রক্ষণে পড়ে থাকে এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD