ময়মনসিংহে মন্দির থেকে কাঁধে করে শিবলিঙ্গ নিয়ে পালালেন যুবক

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহ নগরের একটি শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে।

রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবলিঙ্গ চুরির সময় মন্দিরে কেউ ছিলেন না। মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। ছোট শিবলিঙ্গটি চুরি হয়েছে।

মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য বলেন, দিনের পূজা শেষে গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাসায় চলে যান। বেলা ২টার দিকে এসে দেখেন মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখেন ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখা যায়, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তাঁর এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল। পায়ে জুতা ছিল না।

এ ঘটনায় গতকাল সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা হয়েছে। শিবলিঙ্গটি উদ্ধারে চেষ্টা চলছে।≈

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD