জমজমের পানি পানে নতুন নির্দেশনা দিল সৌদি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, পবিত্র এই পানি পানের সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে।গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদন অনুসারে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন।

পানি পানের সময় যেন এটি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশনায়। পাশাপাশি জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করতেও অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখতে হবে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD