ছাত্রদল নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও চাঁদার টাকা না পাওয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ইট দিয়ে তার মাথা ও শরীরে আঘাত করেছে। এ সময় অভিযুক্ত ছাত্রদল নেতা ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানাল এলাকায় এ হামলা ঘটে। আহত জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন।

অভিযুক্ত ইয়াসিন মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মাহমুদ জানান, তিনি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, এবং জমি দখলসহ অপরাধ নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেন। এর প্রতিশোধ নিতে ইয়াসিন গত ১৫ দিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ইয়াসিন ও তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দেন।

রোববার হামলার সময় ইয়াসিনের নেতৃত্বে ৪০-৫০ জনের সশস্ত্র দল জাহাঙ্গীরকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে আঘাত করে তার শরীর ও মাথা থেঁতলে দেয়। জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ইয়াসিন গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্বজনরা জাহাঙ্গীরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনার পর রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেছেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, বা অপরাধীরা দলের কেউ না। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD