শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির ’গুলি করে হত্যার’ হুমকির অডিও ভাইরাল গোপালগঞ্জে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অভ্যুত্থানের পর বাকস্বাধীনতার সুযোগ পাচ্ছি: গোলাম পরওয়ার শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্যকে প্রত্যাহার সেনাবাহিনীর হস্তক্ষেপে গোপালগঞ্জে সহিংসতা নিয়ন্ত্রণ, জনসাধারণকে ধৈর্যের আহ্বান গোপালগঞ্জে সহিংসতা-প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি এনসিপির অপরিকল্পিত কমসূচির কারণে গণঅভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়ছে: সালাহউদ্দিন খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু ‘ফ্যাসিস্ট আ.লীগকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না’

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৫০৬৭ কেজি সরঞ্জামাদি চুরি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ হাজার ৬৭ কেজি মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়েছে। সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. খালিদ হাসান শেখ (২১) ও মো. রুহুল আমিন মল্লিক (২১)।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল লোহার সরাঞ্জামাদি চার হাজার ২০ কেজি, এসএস স্টিল বার এক হাজার ৪৫ কেজি, তামার তার দুই কেজি।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানির সিকিউরিটি সুপারভাইজার কেন্দ্রের এসএস স্টিল বার ও লোহার সরঞ্জামাদি চুরির বিষয়ে র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ করে।

অভিযোগে জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাটারিয়াল এলাকা থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন এসএস স্টিল বার ও লোহার সরঞ্জামাদি চুরি হয়। অভিযোগ পেয়ে র‌্যাব-৬ খুলনার একটি দল ছায়াতদন্ত শুরু করে।

গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালি গোল চত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে থেকে মো. খালিদ হাসান শেখ (২১) ও মো. রুহুল আমিন মল্লিককে (২১) আটক করে র‌্যাব-৬।

এ সময় তাদের কাছ থেকে চুরি করা লোহার সরাঞ্জামাদি চার হাজার ২০ কেজি, এসএস স্টিল বার এক হাজার ৪৫ কেজি, তামার তার দুই কেজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার ২০০ টাকা এবং চুরির মালামাল বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, আটক ব্যক্তিদের রামপাল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD