শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির ’গুলি করে হত্যার’ হুমকির অডিও ভাইরাল গোপালগঞ্জে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অভ্যুত্থানের পর বাকস্বাধীনতার সুযোগ পাচ্ছি: গোলাম পরওয়ার শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পুলিশ সদস্যকে প্রত্যাহার সেনাবাহিনীর হস্তক্ষেপে গোপালগঞ্জে সহিংসতা নিয়ন্ত্রণ, জনসাধারণকে ধৈর্যের আহ্বান গোপালগঞ্জে সহিংসতা-প্রাণহানির ঘটনা তদন্তে কমিটি এনসিপির অপরিকল্পিত কমসূচির কারণে গণঅভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়ছে: সালাহউদ্দিন খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু ‘ফ্যাসিস্ট আ.লীগকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না’

শেখ হাসিনার ভাইরাল ‘পদত্যাগপত্র’ কি ভুয়া?

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পদত্যাগপত্র সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই স্যোশালে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কিছু সংবাদও প্রকাশিত হয়েছে। তবে ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি জন্ম দিয়েছে অনেক কৌতূহলের। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া।

পদত্যাগপত্রে বেশ কিছু অসঙ্গতিও খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার। তারা বলেছে, চিঠিতে ইংরেজি ০৫ আগস্টকে বাংলা ২০ শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল বাংলা ২১ শ্রাবণ। এছাড়া সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও ভাইরাল পদত্যাগপত্রে ইংরেজি তারিখ উপরে রয়েছে। অপরদিকে পদত্যাগপত্রে বিভিন্ন বাক্যে ব্যবহৃত যতিচিহ্ন মোবাইলে টাইপ করা বলে এর গঠন দেখে স্পষ্ট হয়েছে সংস্থাটি।

অপরদিকে এএফপির ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দীন শিশির ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই চিঠির উৎস কী? কে বা কারা এটি প্রকাশ করেছে তা কেউ জানে না! সবাই ফেসবুকে পেয়েছেন! ফেসবুকেও কে প্রথম প্রকাশ করেছে তাও এখন পর্যন্ত স্পষ্ট না।

পদত্যাগপত্রে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার

‘সাড়ে ১১ মিনিটেই’ ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা হুতির‘সাড়ে ১১ মিনিটেই’ ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা হুতির
এ রকম গুরুত্বপূর্ণ একটি পদত্যাগপত্র যাচাই না করেই সংবাদ পরিবেশন দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভুয়া টেক্সট ডকুমেন্ট নির্ভুলভাবে বানানো এত সহজ এবং সেটি ভুয়া প্রমাণ করা এত কঠিন যে ডকুমেন্টের সত্যমিথ্যা নির্ধারণের একমাত্র মাপকাঠি সেটি যে বা যারা প্রকাশ করছে তারা দায়িত্ব নিচ্ছে কিনা? যদি কেউ দায়িত্ব নেয় তাহলেই শুধু পরবর্তী ভেরিফিকেশন সম্ভব হয়ে ওঠে। অন্যথায় সূত্রবিহীন এ ধরনের ডকুমেন্টেকে অটোমেটিকালি ভুয়া বলেই ধরে নিতে হয়।

কদরুদ্দীন শিশির লেখেন, এই চিঠির ভাষা লক্ষ্য করলে স্পষ্ট হওয়ার কথা এটি ভুয়া। শেষ মূহূর্তেও শেখ হাসিনার ক্ষমতায় থাকার মানসিক দৃঢ়তার যেসব বর্ণনা সংবাদমাধ্যমে বিগত এক মাসে উঠে এসেছে তাতে ‘সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে যে, এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন’ বাক্যটি তার পক্ষে লেখা কোনোভাবেই সম্ভব না। শেখ হাসিনার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এমন বাক্য যায় না।

বদরুদ্দীন শিশিরের পোস্ট
এছাড়া ‘এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি’ বাক্যটি যদি আদৌ তিনি লিখে থাকেন তাহলে শেখ হাসিনার বিচারের জন্য এই চিঠিই হতে পারে সবচেয়ে বড় প্রমাণ যে, তিনি নিজেই স্বীকার করছেন প্রাণহানির ঘটনাগুলোর দায় তার!

‘এসব সরল স্বীকারোক্তি সূত্রহীন মনের মাধুরী মিশিয়ে লেখা চিঠিতেই সম্ভব’ উল্লেখ করে তিনি লেখেন, এমন চিঠির প্রকাশের সূত্র না জানা থাকলে এ ধরনের ডকুমেন্ট আমলে নেয়ার কোন সুযোগ নেই। এ ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেলে বা প্রকাশিত হলে বিষয়টি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবচেয়ে ভালোভাবে অবগত থাকার কথা। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, তাদের কাছে এরকম কোন চিঠির তথ্য নেই।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD