শিরোনাম :

ফাইনালের আগে বাংলাদেশের দুঃসংবাদ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আগামীকাল নেপালের কাঠমান্ডুতে সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ। ফাইনালের আগে অবশ্য বাংলাদেশের দুঃসংবাদ।

অ-২০ দলে বাংলাদেশের মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। গতকাল সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পেয়েছিলেন। সেই আঘাত গুরুতর। তাই ফাইনাল খেলার পরিবর্তে দেশে ফিরতে হচ্ছে শ্রাবণকে।

অ-২০ দলের ম্যানেজার সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে ডেভলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম। তিনি কাঠমান্ডু থেকে শ্রাবণের ইনজুরি সম্পর্কে বলেন, ‘চোখের নিচে বেশ আঘাতই পেয়েছে সে। এখানকার ডাক্তারদের পরামর্শ সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত সেটা দেশেই করানো। কাল রাতে হাসপাতালেই ছিল এখন এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজই না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। এমনি এখন স্বাভাবিক রয়েছে।’

বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সিনিয়র দলেও খেলেছেন। বয়স বিশের নিচে হওয়ায় অ-২০ দলের হয়েও খেলছেন। শ্রাবণ ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন আসিফ। টাইব্রেকারে দুই শট ঠেকিয়ে তিনি বাংলাদেশের জয়ের নায়ক হন। ফাইনালে তার ওপরই ভরসা রাখবে বাংলাদেশ।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD