ফ্যাসিবাদ সরকারের হয়ে প্রশাসনের যেসব কর্মকর্তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের দ্রুত অপসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সৎ পদবঞ্চিতদের দায়িত্ব নিয়ে আসতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমি আমার ছাত্রজীবনে কাজী জাফর আহম্মেদের নাম শুনেছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন জাফর ভাই জেলে ছিলেন। একদিন তিনি জেল থেকে বের হয়ে এক বক্তৃতা দিয়েছিলেন। সেটি শুনে আমরা অবাক হয়েছিলাম। তার বক্তৃতা শুনে সেসময় অনেকে ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছিলেন।
স্মরণ সভায় জাতীয় পার্টি সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেন, চরম দুর্ভোগের মধ্য দিয়ে দেশ শাসন চলেছে। বিনাভোটের প্রধানমন্ত্রী দেশকে ধ্বংস করে দেশ ছেড়েছেন। তার দোসররা এখন দেশকে অস্থিতিশীল করতে আনসার বাহিনীকে কাজে লাগিয়েছে। আমাদের প্রতিবেশী ভারত বিনা নোটিশে বাঁধ খুলে দিয়েছে। এই বন্যাকে আমি আশীর্বাদ মনে করেছি। কারণ বন্যা আমাদের সবাইকে একতাবদ্ধ করেছে।