শিরোনাম :

নেপালে সড়ক দুর্ঘটনা : নিহত ভারতীয়র সংখ্যা বেড়ে ৪১

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

নেপালের তানাহুন জেলায় একটি ভারতীয় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ভারতীয় বাসটি থেকে এ পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের রাজ্য সরকারের মন্ত্রী গিরীশ মহাজন শুক্রবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার নেপালের তানাহুন জেলার আইনাপাহারা এলাকার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায় একটি ভারতীয় বাস। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে রওনা হয়েছিল বাসটি।

বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের সবাই ভারতের নাগরিক এবং এবং অধিকাংশই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা।

শুক্রবারের সংবাদ সম্মেলনে গিরীশ মহাজন বলেন, “নদী থেকে এখন পর্যন্ত মোট ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ জনকে। নেপালের সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে জীবিতদের হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এ কারণে কেউ নিখোঁজ রয়েছেন কি না— এখনও নিশ্চিত নয়।”

তবে গিরীশ মহাজন জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ওই বাসটির যাত্রীর নামের তালিকা পেতে ইতোমধ্যে মহারাষ্ট্রের রাজ্য সরকারের পক্ষ থেকে নেপালের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহগুলো আনতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ শিগগিরই নেপালে রওনা দেবে।

এর আগে গত ১২ জুলাই ভূমিধসের কবলে পড়ে নেপালের ত্রিশুলি নদীতে ডুবে গিয়েছিল দু’টি বাস। এতে নিখোঁজ হয়েছিলেন ওই দুই বাসের মোট ৬৫ জন যাত্রী। তাদের মধ্যে মাত্র ৭ জনের সন্ধান পাওয়া গিয়েছিল।

সূত্র : এনডিটিভি

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD