লুট হওয়া ৮২৬ অস্ত্র, ২০৭৭৮ গুলি উদ্ধার

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০৭৭৮ রাউন্ড গুলি, ১৪৮২টি টিয়ার গ্যাস শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

আরও জানানো হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সারাদেশে ৬৩৯টি থানার সবগুলোর কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD