শিরোনাম :

দেশের যে গ্রামে গানবাজনা নিষিদ্ধ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে। গ্রামে কেউ গান-বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তবে এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।

শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের চিকসা গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এ নিয়ম চালু করা হয়।।

জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গানবাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। তা ছাড়া ইসলাম ধর্মে গানবাজনা নিষিদ্ধ। ত

হিন্দু ধর্মালম্বীরা বলেন, গ্রামের মুসলিম ভাইরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তারা আমাদের কিছু বলেনি। উচ্চ সাউন্ডে গানবাজনা হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট দেয়। তবে আমাদের কোনো সমস্যা নেই।

৯ নম্বর ওয়ার্ড চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু-মুসলিম দুই ধর্মের লোকজন বাস করেন। এরমধ্যে ৮০ শতাংশ মুসলিম পরিবার বাস করে। কেউ যদি না মানে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, উচ্চ শব্দে গানবাজনা করা আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। চিকসা গ্রামের মাতব্বররা গানবাজনা নিষিদ্ধ করেছেন। এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা। এ বিষয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও জানান তিনি।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD