শিরোনাম :

চলতি মাসেই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার ঘিরে দেশের স্থবিরতা কাটছে শুরু করেছে। এরমধ্যে স্থগিত হওয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলতি মাসেই শেষ করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ সংক্রান্ত একটি নির্দেশনাও সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে পাঠিয়েছে কমিশন। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক মো. জামিনুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা জিএসটি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।

তিনি জানান, ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও ভর্তি কার্যক্রম শেষ করা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পরই আবার শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করার স্বার্থে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা চাইছি চলতি মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করব। ইতিমধ্যে আমরা পরীক্ষা শেষ করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের ভর্তিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী ভর্তির তালিকা দিয়েছি। আমরা আশা করছি বাকি যেটুকু কাজ অবশিষ্ট আছে তা পরিকল্পিত সময়ের মধ্যেই সম্পন্ন করব।

গুচ্ছ ভর্তিতে এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়ে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ ইউনিট—বিজ্ঞান বিভাগের মাধ্যমে ২৭ এপ্রিল শনিবার শুরু হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। বি ইউনিট—মানবিক ৩ মে শুক্রবার এবং সি ইউনিট—বাণিজ্য বিভাগের পরীক্ষার মাধ্যমে ১০ মে শুক্রবার শেষ হয়। এরপর কোটা বিরোধী আন্দোলন শুরু হয় সারা দেশব্যাপী। যার ফলে সারাদেশের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD