৩১ মাসের বেতন বকেয়া সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের শ্রমিকদের

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী ৩১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন করেন।

ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমাদের একটাই দাবি, আমরা এতদিন অপশক্তির কাছে পরাজিত ছিলাম। আমাদের বেতন ভাতা দেওয়া হয়নি। সালমান এফ রহমান প্রতিষ্ঠানটি কিনে আমাদের বেতন না দিয়ে জোরপূর্বক পদত্যাগ করান। চাকরিতে পুনর্বহালের জন্য কোর্টের রায় থাকলেও আমাকে পুনর্বহাল করা হয়নি। ৩১ মাসের বেতন-ভাতাও দেয়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের বেতন-ভাতার যেন তিনি ব্যবস্থা করে দেন।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD