শিরোনাম :
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ হতে চলেছে : ফাইন্যান্সিয়াল টাইমস সাংবাদিক সাঈদের পরিবারের ‘৩১ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল’ এফবিআইয়ের রিপোর্ট বানোয়াট, মিথ্যা ধরা পড়েছে: সজীব ওয়াজেদ জয় বছরের মাঝামাঝি সময়েই নির্বাচনের দাবি জানাবে বিএনপি জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে অসন্তোষ ঢাকার অনশন প্রত্যাহার করে জবি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীসহ আটক ২ এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা হাসিনার ফাঁসির মঞ্চের প্রস্তুতি চলছে- জামায়াত সেক্রেটারি ময়মনসিংহে এক মাজারের ওরস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের

২৮ কোটি ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন আটক

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর ফুলের ডেইল এলাকায় এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার ১০ টাকাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণালংকারের দাম আনুমানিক ২৮ কোটি ৭৫ লাখ টাকা।

আটককৃতরা হলেন উখিয়া কুতুপালং ১৩ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান ও মিয়ানমার মংডু সুইজা পাড়ার বাসিন্দা মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক।

শনিবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন বিজিবি) অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, উপজেলার উত্তর ফুলের ডেইল গ্রামের একটি বাড়িতে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান লুকিয়ে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ আগস্ট) রাতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল বাড়িটি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে দুইটি ব্যাগসহ আটক করা হয়। আটকদের ব্যাগের ভেতর থেকে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যমানের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার ও ২৬ হাজার ১০ দশ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে এফডিএমএন ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মিয়ানমারের মংডু থেকে আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে আসে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD