শিরোনাম :
‘হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে জামায়াতের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতার বিষয়ে যা বললেন নাহিদ ১৫ মাসে নিহত প্রায় ৪৯০০০, মৃত্যুর মিছিল যেন শেষ হবার নয় জুলাই বিপ্লবে শহিদ জসীম উদ্দিনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ গফরগাঁওয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, প্রতিবাদে বিক্ষোভ ও থানায় জিডি বিশ্বব্যাপী ইসরাইল-মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের সুনীল ছেত্রী ভালো খেলোয়াড়, কিন্তু আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে: জামাল ভূইয়া

দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মৃত্যু

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাহুল ইসলাম (১৮) মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল ইসলাম সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাই মহারাজপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ও রানীগঞ্জ এহিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রাহুলের বড় ভাই জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মিছিলে ছিল রাহুল। ওই দিন দুপুরে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আর পৌরসভার রেলক্রসিং এলাকায় অবস্থান নেয় পুলিশ। হঠাৎ পুলিশ আন্দোলনকারীদের দিকে গুলি ছুঁড়লে আহত হয় রাহুল। দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শরীর থেকে গুলি বের করেন চিকিৎসকরা। কয়েকদিন পর হাসপাতাল থেকে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত বুধবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাহুলের মৃত্যু হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক মাহবুব মোর্শেদ বলেন, রাহুলের ঊরুতে গুলির চিহ্ন রয়েছে। তার শ্বাসকষ্ট ছিল। গত বুধবার রাতে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার রক্তচাপ খুব কম ছিল, শরীরে জ্বরও ছিল। এছাড়া মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছিল। শুক্রবার সন্ধ্যার পরে তিনি মারা যান।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD