শিরোনাম :
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ হতে চলেছে : ফাইন্যান্সিয়াল টাইমস সাংবাদিক সাঈদের পরিবারের ‘৩১ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল’ এফবিআইয়ের রিপোর্ট বানোয়াট, মিথ্যা ধরা পড়েছে: সজীব ওয়াজেদ জয় বছরের মাঝামাঝি সময়েই নির্বাচনের দাবি জানাবে বিএনপি জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে অসন্তোষ ঢাকার অনশন প্রত্যাহার করে জবি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীসহ আটক ২ এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা হাসিনার ফাঁসির মঞ্চের প্রস্তুতি চলছে- জামায়াত সেক্রেটারি ময়মনসিংহে এক মাজারের ওরস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের

যমুনা : যেখানে উঠছেন ড. ইউনূস

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের আবাসস্থল হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বসবাসের উপযোগী করতে ঢাকার হেয়ার রোডের পুরো ভবনটি প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার দেশে ফেরার পর রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নোবেলবিজয়ী ইউনূসের বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।

তার আগে সকাল থেকে ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ভবনের সামনে নিরাপত্তা বেষ্টনী দেখা যায়নি।

আধখোলা প্রধান ফটকের ভেতরে পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ু দিতে দেখা যায়। চারপাশের সীমানা প্রাচীর পরিষ্কার করা হচ্ছে। প্রাচীরের পাশে গাছপালার ঝুল কাটছেন কর্মীরা।

এর পাশাপাশি লনগুলো পরিষ্কার করা, ঘাস কাটার কাজ চলছে। চেয়ার-টেবিলসহ আসবাবপত্রও নতুন করে সাজানো হচ্ছে বলে জানা গেছে।

সরকারি আবাসন পরিদপ্তরের তত্ত্বাবধানে চলছে সাজানো গোছানোর কাজ। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের নেতৃত্ব দিচ্ছেন।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার থেকেেই গোছানোর কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের আবাসস্থল ছিল। সেই সরকারে উপদেষ্টা ছিলেন ড. ইউনূস।

২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানও দায়িত্ব পালনকালে যুমনাতেই ছিলেন। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এই ভবনেই থেকেছেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর শেখ হাসিনাও প্রথম দিকে কিছুদিন যমুনায় ছিলেন। পরে তিনি গণভবনে উঠে যান। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট গণভবন ছেড়ে ভারতে চলে যান তিনি।

এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের জন্যও রাষ্ট্রীয় আবাসনগুলো প্রস্তুত করা হচ্ছে। এজন্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের আবাস ২০টি বাংলো প্রস্তুত করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে প্যারিস থেকে বৃহস্পতিবারই ঢাকায় আসছেন ড. ইউনূস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিমানবন্দর থেকে ইউনূস প্রথমে যাবেন মিরপুরের ইউনূস সেন্টারে। এরপর সামরিক প্রোটোকলে নিরাপত্তা দিয়ে তাকে বঙ্গভবনের নিয়ে যাওয়া হবে। সেখানেই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন তিনি।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD